• জলপাইগুড়িতে এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত!
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিস। এই ঘটনায় ২০টি মামলাও দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। আজ, বৃহস্পতিবার জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘জেলার প্রতিটি থানাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যেন নিষিদ্ধ শব্দবাজি বিক্রি না হয়। সেইমতো সমস্ত থানা গত কয়েকদিন ধরে টানা অভিযান চালিয়েছে। কোথাও আবার সাদা পোশাকে বাজির দোকানে হানা দিয়েছে পুলিস। কোথাও আবার ক্রেতা সেজে গিয়ে নিষিদ্ধ শব্দবাজি পাকড়াও করেছেন পুলিসকর্মীরা। এখনও পর্যন্ত আমরা গোটা জেলায় হাজার কেজির বেশি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছি। শুধু বাজি বাজেয়াপ্ত করে নিয়ে আসাই নয়, বিক্রেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে। রুজু করা হয়েছে মামলা। নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত ২০টি মামলা দায়ের করা হয়েছে।’ পুলিসের লাগাতার অভিযানের ফলে এবার কালীপুজোয় জলপাইগুড়িতে শব্দবাজির দাপট অনেকটাই কম। তবে ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজারে শব্দবাজির আওয়াজ শোনা যায়।

    ফি বছর কালীপুজোয় জলপাইগুড়িতে জুয়ার রমরমা থাকে। পুজো উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় মেলা বসে। আর সেসব মেলার আড়ালেই লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে বলে অভিযোগ। পুলিস সুপারের দাবি, এবার জুয়া নিয়ে জলপাইগুড়িতে কোনও অভিযোগ নেই। প্রতিটি মেলার দিকে কড়া নজর রেখেছে পুলিস। সবসময় নজরদারি চলছে। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে পুলিস।
  • Link to this news (বর্তমান)