• দীপাবলিতে শঙ্কার খবর, ফের বাড়ছে গ্যাসের দাম
    ২৪ ঘন্টা | ০১ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দীপাবলিতে শঙ্কার খবর। ফের বাড়ছে বাণিজ্য়িক গ্যাসের দাম। কত? সিলিন্ডার প্রতি ৬১ টাকা। আগামিকাল, শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বর্ধিত দাম। রান্নার গ্যাসের দাম অবশ্য় একই থাকছে। 

    অক্টোবরের পর নভেম্বর। পরপর দু'মাসে বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম।  আগামীকাল শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস মিলবে সিলিন্ডার প্রতি ১৯১১ টাকা ৫০ পয়সায়। তবে গৃহস্থের রান্নাঘরে যে ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, সেগুলির দামে কোনও হেরফের ঘটছে না।

    এর আগে, পুজোর মুখে অক্টোবরে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। সেবার  ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৪৮.৫০ টাকা, আর  ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের ১২ টাকা। সঙ্গে  ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও ১২০ টাকা বাড়ানো হয়েছিল। 

    বাদ যায়নি সেপ্টেম্বরও। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৯ টাকা। অগস্ট মাসেও কিছুটা দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসে।  লোকসভা নির্বাচন মিটতেই টানা ৪ মাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে চলতি বছরের মার্চের পর রান্নার গ্যাসের কিন্তু দাম বাড়ানো হয়নি।

  • Link to this news (২৪ ঘন্টা)