• লোকসভা ভোটে পিছিয়ে থাকা ওয়ার্ডে বাড়তি পদক্ষেপ তৃণমূলের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মেদিনীপুর: লোকসভা ভোটে ভালো ফল হয়নি। মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে বিজেপির চেয়ে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তারই ছেড়ে যাওয়া আসনে এবার উপ নির্বাচন। প্রার্থী হয়েছেন দলের জেলা সভাপতি সুজয় হাজরা। তাঁর বিরুদ্ধে বিজেপি ছাড়াও বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীও আছেন। এই আসনে দল যে জিতবে, সে ব্যাপারে তৃণমূল প্রার্থী একশো ভাগ নিশ্চিত। তবুও প্রচারে কোনও ফাঁক ফোকড় রাখতে রাজি নয় দল। বিশেষ করে মেদিনীপুর শহরের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দলের এক নেতা বলেন, শহরে দলের গোষ্ঠীকোন্দলকেও ছোট করে দেখা হচ্ছে না। সূত্রের খবর, যেসব ওয়ার্ডে দল পিছিয়ে ছিল, সেই সব ওয়ার্ডে বেশি জোর দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ওয়ার্ডগুলিতে খড়্গপুর শহর সহ বিভিন্ন ব্লকের বাছা‌ই করা নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন নেতা দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। হেরে যাওয়া ওয়ার্ড ছাড়াও অন্য ওয়ার্ডে বাইরের নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হবে। জানা গিয়েছে, ভাইফোঁটার পর সকলকে কাজে নামতে বলা হয়েছে। বুধবার রাতে শহরের বাইরের বেশ কয়েকজন নেতাকে নিয়ে মেদিনীপুর জেলা অফিসে বৈঠকও হয়। তাঁদের কাজ বুঝিয়ে দেওয়া হয়। 

    যদিও সুজয়বাবু বলেন, আসলে জেলা সভাপতি প্রার্থী হওয়ায় জেলার সব স্তরের নেতৃত্ব এখানে এসে কাজ করতে চাইছেন। তাই এই সব নেতাকে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েক জনকে দেওয়া হবে। তাঁরা ওয়ার্ড সভাপতি, কাউন্সিলার সহ স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রচার করবেন। সবাইকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারবেন। 

    নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায় বলেন, এর সঙ্গে লোকসভা ভোটের ফলাফলের কোনও সম্পর্ক নেই। বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের গাইড করার জন্য বিভিন্ন ব্লকের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক মতো প্রচারের কাজ হচ্ছে কি না, তাঁরা দেখবেন। যেহেতু অন্য কোথাও ভোট নেই, তাই প্রচারে জোর দেওয়ার জন্য সবাইকে কাজে লাগানো হচ্ছে। 

    প্রসঙ্গত এর আগে খড়্গপুর বিধানসভার উপ নির্বাচনে এই পদ্ধতিকে কাজে লাগিয়েছিল দল। সেখানেও বেশির ভাগ ওয়ার্ডে দল বিজেপির চেয়ে পিছিয়ে ছিল। আর গোষ্ঠী বিরোধতো সঙ্গী ছিলই। বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে ভোট ছিল। প্রার্থী হয়েছিলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। সেই ভোটে মেদিনীপুর শহর সহ বিভিন্ন ব্লকের নেতাদের এক একটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। যে সব ওয়ার্ডে দল বেশি দুর্বল ছিল, সেই সব ওয়ার্ডে একাধিক নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় এক মাস ধরে তাঁরা খড়্গপুরে পড়েছিলেন। তাতে দল আশানুরূপ ফল পায়। উপ নির্বাচনে দলীয় প্রার্থী জয়লাভও করে। এখানেও সেই একই পদ্ধতি নেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)