নাকাশিপাড়ায় জুতোর তলায় অভিনব কায়দায় হেরোইন পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জুতোর তলায় অভিনব কায়দায় হেরোইন রেখে পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতের নাম সাজেজুল শেখ। বাড়ি পলাশীপাড়া থানার ছোট নলদহ এলাকায়। ধৃতের কাছ থেকে প্রায় ৩৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বেথুয়াডহরি টোল প্লাজার কাছে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে পুলিস জানিয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হেরোইন নিয়ে ওই যুবক আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস নাকাশিপাড়া টোল প্লাজার কাছে ঘাঁটি গাড়ে। টোল প্লাজার কাছে ওই যুবক আসতেই পুলিস তাকে আটক করে। নাকাশিপাড়ার সলি এলাকার দিকে সেই হেরোইন সরবরাহ করতে যাচ্ছিল। কিন্তু, তল্লাশি চালিয়েও পুলিস হেরোইনের হদিশ পাচ্ছিল না। তখন পুলিস যুবকের জুতোটা লক্ষ্য করে। কারণ, সেগুলি অস্বাভাবিকভাবে ফোলা ছিল। জুতোর শোলের অংশ সরাতেই প্যাকেট ভর্তি হেরোইন বাজেয়াপ্ত হয়। ডান পায়ের জুতোতে ১৮০ গ্রাম হেরোইন এবং বাঁ পায়ের জুতোতে ১৭৬ গ্রাম হেরোইন রাখা ছিল।