বৃক্ষ নিধন রুখতে গাছের উপর স্বয়ং মা কালী, মণ্ডপে উঠে এল ‘আস্ত সংসার’
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃক্ষ নিধন রুখতে গাছের উপর স্বয়ং মা কালী। পরিবেশরক্ষার বার্তা দিতে এমনই অভিনব থিমের ভাবনা জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। এলাকার ১০ নম্বর গলি পুজো কমিটির উদ্যোগে রাস্তার পাশে গাছের উপর অন্তত ৩০ ফুট উঁচুতে বসানো হয়েছে প্রতিমা। উদ্যোক্তাদের বক্তব্য, যেভাবে চারদিকে গাছ কাটা চলছে, তাতে অচিরেই পরিবেশ ধ্বংস হতে বাধ্য। এর বিরুদ্ধে বার্তা দিতে আমরা স্বয়ং মা কালীকেই গাছের উপর প্রতিষ্ঠিত করেছি। বোঝাতে চেয়েছি, যারা বৃক্ষ নিধনযজ্ঞ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভয় নেই। শক্তির দেবী মা কালী স্বয়ং সঙ্গে রয়েছেন। পরিবেশরক্ষার বার্তা দিয়ে মণ্ডপ গড়েছে জলপাইগুড়ির মিলনি সঙ্ঘ। তাদের থিমের নাম ‘অঙ্গীকার’। মণ্ডপে গাছের মাঝে দেবীর আবাহন। মণ্ডপজুড়ে সবুজের সমারোহ। উদ্যোক্তাদের দাবি, আমাদের পুজোর ভাবনায় উঠে এসেছে সবুজ বাঁচানোর অঙ্গীকার। যেভাবে সবুজ ধ্বংস করে কংক্রিটের জঙ্গল গড়ে তোলা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস।
ইয়ংস কর্নার পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা জয়াশিস নন্দী বলেন, গ্রামাঞ্চলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে একজন স্বামী পরিত্যক্তা মহিলাকে কতটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে ভাত কাপড় জোগাড় করতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে মণ্ডপে। আর এটা করতে গিয়ে বর্তমান সময়ে শহরাঞ্চলে বাতিলের খাতায় চলে যাওয়া জিনিসপত্র যেমন ঘুঁটে, মাটির উনুন, টিনের চালের বাড়ি, স্টোভ, হ্যারিকেন কিংবা হ্যাজাক, পুরনো দিনের টেপ রেকর্ডারের মতো জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
দর্শক টানছে জলপাইগুড়ির পান্ডাপাড়া দেশবন্ধুনগর প্রতাপ সঙ্ঘের পুজো। এবার তাদের প্ল্যাটিনাম জুবিলি। ৭৫ বছরের পুজোয় গড়ে তোলা হয়েছে রাজস্থানের মন্দির। আদরপাড়া আরাধনা ক্লাবের থিম ‘মাটির গল্প ইটের ছাদ’। অসাধারণ কারুকার্য করা মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। শহরের আদরপাড়া আরাধনা ক্লাবের মহিলা পরিচালিত পুজোয় মাঠজুড়ে পাহাড় বানিয়েছে শিশু-কিশোরের দল।