পুজোর দিন গাজোল হাটে পায়রার জোড়া বিকোল সাড়ে তিনশোয়
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: কালীপুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার মালদহের গাজোল হাটে পায়রা কিনতে ভিড় উপচে পড়ল। সেখানে পায়রার জোড়া বিক্রি হলো ৩০০ থেকে ৩৫০ টাকায়। অনেকে দরদাম করে একটু কমেও কিনেছেন। বেচাকেনাও ভালো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের মুখ দেখে তা স্পষ্ট। গাজোলের পায়রা বিক্রেতা রতন মণ্ডল বলেন, কয়েক বছর ধরে হাটে পায়রা বিক্রি করছি। এবার ব্যবসা ভালো হয়েছে।
রতনের সংযোজন, এবার ৩০০-৩৫০ টাকায় পায়রার জোড়া বিক্রি হয়েছে। তবে আরেকটু বেশি পাওয়ার আশায় ছিলাম। কালীপুজোয় অনেকে পায়রা মানত করেন। অনেক মন্দিরে পায়রা বলি দেওয়া হয়। কোথাও উত্সর্গ করে দেওয়া হয়। সেজন্য এদিন গাজোল হাটে পায়রার ভালো বিক্রি হয়েছে। এদিন পায়রা নিতে এসেছিলেন ঘাকশোলের চায়না মাহাত, মহামায়া দাসরা। চায়না বলেন, গতবছর পুজোয় মানত করেছিলাম। পূরণ হয়েছে। এবার পুজোই তাই দেবীকে পায়রা উত্সর্গ করব। মহামায়া বলেন, ৩৫০ টাকায় একজোড়া পায়রা কিনেছি।
গাজোল মার্চেন্ট চেম্বার্সের সহ সভাপতি অসিত প্রসাদ বলেন, এই প্রাচীন হাটে গোরু, ছাগল, পায়রা, হাঁস, মুরগি সব বিক্রি হয়। কালীপুজোয় পাঁঠা, পায়রার ভালো চাহিদা থাকে। এদিন সাপ্তাহিক হাটে পায়রার বিক্রিবাটা ভালোই হয়েছে। পাশের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকেও ক্রেতারা এসেছিলেন।