সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা শহর সংলগ্ন পচাগড় গ্রামপঞ্চায়েত এলাকার ফকিরেরকুটিতে হরিণের শিং সহ মাথার খুলি রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা বনদপ্তরের কর্মীরা। মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, এদিন রাস্তায় হরিণের শিং সহ মাথার খুলি পড়ে ছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করে নিয়ে আসি। শিং সহ খুলিটি বেশ পুরনো। হয়তো সেটি কারোর বাড়িতে ছিল। তারাই রাস্তায় ফেলে দিয়েছে। বন্যপশুর দেহাংশ রাখা বেআইনি এটা জানার পরই সেটি ফেলে দিতে পারে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন, কারা ফেলে গিয়েছে কেউ বলতে পারছে না। হরিণের মাথার খুলি। -নিজস্ব চিত্র