নির্বাচনী বিধি উঠলেই আলিপুরদুয়ার শহরের রাস্তা সংস্কারে নামবে পুরসভা
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: টাকা বরাদ্দ হয়েছিল আগেই। কিন্তু বৃষ্টির অজুহাতে আলিপুরদুয়ার পুরসভা দুর্গাপুজোর আগে শহরের ভাঙা রাস্তা পুরোপুরি মেরামতই করতে পারেনি। শুধু তাপ্পি দিয়েছিল। এদিকে নাগরিকদের খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াতের ভোগান্তি চলছেই। যদিও পুরসভা জানিয়েছে, মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের জন্য জেলাজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু আছে। ২৩ নভেম্বর ভোটগণনার পর রাস্তার কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।
পুরসভার ২০টি ওয়ার্ডের অসংখ্য রাস্তা ভেঙে চৌচির হয়ে আছে। পুরসভা জানিয়েছে, খানাখন্দে ভরা রাস্তা মেরামতের জন্য ২ কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু টাকা বরাদ্দ হলেও বৃষ্টির অজুহাতে পুরসভা বেহাল রাস্তা মেরামত করতে পারেনি। পুজোয় ঠাকুর দর্শনের জন্য রাস্তায় শুধু তাপ্পি দেওয়া হয়েছিল। সেই তাপ্পিও এখন উঠে যাচ্ছে।
পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, তৃণমূল পরিচালিত এই পুরবোর্ড শহরের উন্নয়নে ব্যর্থ। টাকা বরাদ্দের পরেও পুরসভা দুর্গাপুজোর আগে বেহাল রাস্তা মেরামত করতে পারেনি। এখন তো নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। পুরসভা আর কবে বেহাল রাস্তা মেরামত করবে।
শহরের ২০টি ওয়ার্ডেরই রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। পুরসভার ৫-৯, ১১-১৮ ও ২০ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার সংখ্যা বেশি। দুর্গাপুজোর আগে পুরসভা খানাখন্দে ভরা সেই রাস্তা তাপ্পি দিলেও সেই তাপ্পিও উঠে গিয়েছে। বেহাল রাস্তা মেরামতে পুরসভার বারবার নানা অজুহাত দেওয়ায় বিরক্ত শহরের নাগরিকরা। নাগরিকদের বক্তব্য, প্রতি বছর দুর্গাপুজোর আগে শহরের বেহাল রাস্তা মেরামত করাটাই দস্তুর। কিন্তু এবছরই প্রথম দেখা গেল দুর্গাপুজোর আগে শহরের বেহাল রাস্তা মেরামত করা হল না। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, রাস্তা মেরামতে ২ কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। উপ নির্বাচনের আচরণবিধি উঠে গেলেই রাস্তার কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।