• দুর্ঘটনায় মৃত্যু: শোকের ছায়া চা বাগানে
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বানারহাট: সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা সহ তিনজনের মৃত্যুতে দীপাবলির দিনে শোকের ছায়া নেমে এল বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া ও গ্যান্দ্রাপাড়া চা বাগানে। চারদিক যখন আলোর মালায় ভরে গিয়েছে তখন এই মৃত্যুর খবরে দুই বাগানে নেমে এসেছে শোক। দুই বাগানের শ্রমিক মহল্লায় এদিন উনুনে হাঁড়ি চড়েনি। এদিকে, মর্মান্তিক ঘটনার খবর পেয়ে চা মহল্লায় এসে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী। 

    বানারহাট থেকে শিলিগুড়িগামী  ১৭ নম্বর জাতীয় সড়ক থেকে লক্ষীপাড়া বাগানের পশ্চিম ডিভিশনের বড়ালাইনে গিয়ে দেখা যায় মোড়ে মোড়ে জটলা। মৃত দুই বোনের বাড়ির সামনেও ভিড়। মহিলারা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছেন। কথা বলতে গিয়ে গলাভার হয়ে আসছিল শ্রমিকদের। সরস্বতী ওরাওঁয়ের মৃত্যুতে যেমন তাঁর গর্ভস্থ সন্তান পৃথিবীর আলো না দেখেই চলে গেল, তেমনই দুপুর গড়ালেও বাড়িতে থাকা ছ’বছরের ছেলেটি বুঝতেই পারেনি তার মায়ের নিথর দেহ শেষবার দেখার অপেক্ষায় রয়েছে সকলে। অন্যদিনের মতো প্রতিবেশী শিশুদের সঙ্গে সেও খেলাধুলো করছিল।
  • Link to this news (বর্তমান)