দীপাবলি, কালীপুজোয় জনসংযোগ সারলেন তৃণমূল ও বিজেপি প্রার্থী
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: উপ নির্বাচনের প্রচারের জন্য এখন নাওয়া খাওয়ার সময় নেই তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর। একই অবস্থা বিজেপি প্রার্থী রাহুল লোহারেরও। তারই ফাঁকে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ বুধবার রাতে কালীপুজো ও দিপাবলী উৎসব উপলক্ষ্যে শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের সঙ্গে সময় কাটান। এদিকে, বৃহস্পতিবারও ভোটের প্রচারে বিরাম ছিল না তৃণমূল প্রার্থীর। এদিন সন্ধ্যা থেকেই বীরপাড়া ও মাদারিহাট শহরে একের পর এক কালীপুজোর মণ্ডপের উদ্বোধনের মধ্যদিয়ে ভোটের জনসংযোগ সারলেন তিনি। তারই ফাঁকে এদিন বীরপাড়ায় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গেও ভোট নিয়ে বৈঠক করেন। এরপর রাতেই ছুটে যান লংকাপাড়া চা বাগানে। সেখানে একটি কালীপুজোর মেলার উদ্বোধন করেন। পিছিয়ে ছিলেন না তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহারও। বিজেপি প্রার্থীও বৃহস্পতিবার বীরপাড়ায় কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন। পুজো মণ্ডপের উদ্বোধনের ফাঁকে বিজেপি তিনি বীরপাড়া বাজার, দেবী শিমূল ও নীচ লাইন এলাকায় কালীপুজো ও দিপাবলীতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চালান।