• কালীপুজো নিয়ে দু’পক্ষের ঝামেলা, গ্রেপ্তার ১২
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: কালীপুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদের জেরে গ্রামের দু’পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে। বুধবার রাতে ফাঁসিদেওয়া থানার ঝমকলালজোতে ঘটনাটি ঘটে। অভিযোগ, মাইক বাজানোয় মণ্ডপে চড়াও হয়ে পুজোর উদ্যোক্তাদের মারধর করে একদল যুবক। মণ্ডপ ভাঙচুর করার পাশাপাশি তারা স্থানীয় মহিলাদের শ্লীলতাহানির করে বলে অভিযোগ। পুলিস অভিযানে নেমে ১২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, মণ্ডপে হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে, কালীপুজোয় আইন-শৃঙ্খলা ঠিক রাখতে শিলিগুড়ি শহরে সক্রিয় পুলিস। ইতিমধ্যে তারা গোলমাল পাকানোর আশঙ্কায় ৮২ জনকে গ্রেপ্তার করেছে। এদিন সন্ধ্যায় বাগডোগরায় ১৭ লিটার বেআইনি মদ সহ একজনকে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (বর্তমান)