• অমানবিক চিকিৎসকদের সমালোচনায় শোভনদেব
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি করে ‘জাস্টিস’-এর দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দেগঙ্গায় বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ‘হাসপাতালে দালালরাজ চালান ডাক্তারদের একাংশ। আন্দোলনে এত টাকা আসছে কোত্থেকে? আন্দোলনের নামে সিপিএম সব দখল করে নিয়েছে।’ আরও সুর চড়িয়ে মন্ত্রী বলেন, ‘হাসপাতালে ঘোরাঘুরি করে দালারা। সেই টাকা যায় ডাক্তারদের একটা শ্রেণির কাছে। এই দালালদের হাতে ৫০ হাজার টাকা গুঁজে দিতে পারলেই আপনি আপনার রোগীকে হাসপাতালে ভর্তি করাতে পারবেন!’ এদিকে, বিনাচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, ‘দুর্ঘটনায় জখম ছেলের প্রাণ বাঁচাতে এক মা ডাক্তারের পা পর্যন্ত ধরেছিলেন। তারপরও ওই মায়ের চোখের সামনেই তাঁর ছেলেটা মারা গেল!’ এরপর বর্ষীয়ান মন্ত্রীর কটাক্ষ, ‘তখন ডাক্তাররা কী বলছেন? বড় আন্দোলনে এরকম দু-একজন মারা যায়! আমার প্রশ্ন, এঁরা ডাক্তার হন কী করে?’
  • Link to this news (বর্তমান)