বারাসত-নৈহাটিতে বাড়তি যাত্রীর জন্য রেলের তরফে বিশেষ ব্যবস্থা
বর্তমান | ০১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোয় বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। সেইমতো কালীপুজোর দিনে অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে একাধিক পদক্ষেপ করেছে রেল। যাত্রীদের সুরক্ষায় ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভিড় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কালীপুজোর দিনে বারাসত ও নৈহাটিতে মাত্রাতিরিক্ত জনতার আগমন হয়। কলকাতা ও আশপাশের জেলাগুলি থেকে হাজার হাজার দর্শনার্থী বারাসতের ঠাকুর দেখতে যান। একইভাবে নৈহাটির ‘জাগ্রত’ বড়মায়ের মন্দিরসহ একাধিক বিখ্যাত পুজোয় ভিড় জমান উৎসাহী প্ল্যান্ডেল হপাররা। সেই কারণে, কালীপুজায় নৈহাটি ও বারাসতে যাত্রী সুরক্ষার জন্য বিবিধ ব্যবস্থা করা হয়েছে। নৈহাটি ও বারাসতে স্টেশনে সর্বাধিক আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সাদা পোশাকে নিবিড় নজরদারি চালানো হবে এই জোড়া ব্যস্ত স্টেশনে। সফররত যাত্রীদের টিকিট পরীক্ষা দ্রুততার সঙ্গে সেরে ফেলতে থাকবে বাড়তি বাহিনী। এছাড়া সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র (এটিভিএম) বসানো হয়েছে। ভিড়ের চাপ সামলাতে প্ল্যাটফর্ম এবং প্রবেশদ্বারে থাকছে ব্যারিকেড। গোটা স্টেশন চত্বর সুরক্ষা বলয়ে মুড়ে ফেলতে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রী সহায়তায় খোলা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। আপৎকালীন পরিস্থিতির জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্টেশনে হাজির থাকবেন। প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স। থাকবে দমকলেরও বিশেষ তৎপরতা।