• কালীপুজোর রাতে তৃণমূলের হাতে আক্রান্ত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো
    হিন্দুস্তান টাইমস | ০১ নভেম্বর ২০২৪
  • কালীপুজোর উদ্বোধন করে ফেরার পথে তৃণমূলের হামলার মুখে তৃণমূলেরই বিধায়ক। আক্রান্ত হয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল কাদের মোল্লা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। অভিযুক্ত কাদের তৃণমূলের বাহুবলি নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত। ঘটনায় শুক্রবার সকালে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ন্যাজাট থানার শিমূলহাটিতে একটি কালীপুজোর উদ্বোধন করে ফিরছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বিধায়ককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর ৪ অনুগামী। যাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক।

    বলে রাখি, বৃহস্পতিবার কালীপুজোর রাতে একই কায়দায় হামলা হয়েছে মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। সেখানেও অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আবদুল খালেক মোল্লার বিরুদ্ধে। অভিযোগ, গাড়িতে ইট মারার পর ঊষারানিকে গাড়ি থেকে শাড়ি ধরে টেনে নামিয়ে মারধর করে তৃণমূলি দুষ্কৃতীরা। পুলিশের সামনেই ঘটে হামলার ঘটনা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)