• বের করে ফেলুন কম্বল! নভেম্বরেই আসছে হাড়কাঁপানো শীত?
    ২৪ ঘন্টা | ০১ নভেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: আজ পয়লা নভেম্বর থেকে সামান্য করে আবহাওয়া পরিবর্তন শুরু। তাপমাত্রা কমতে শুরু করবে দিন ও রাতে। আগামী তিন চার দিনে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

    দক্ষিণবঙ্গ

     আজ শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলায় শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। 

    উত্তরবঙ্গ

    আজ শুক্রবার বজ্রবিদ্যুৎসহ  হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উপরের দিকের কিছু জেলায়। বৃষ্টি হবে জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

    কলকাতা

    আংশিক মেঘলা আকাশ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত নগণ্য। কাল শনিবার প্রতিপদ এবং রবিবার ভাই ফোঁটাতে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

    পরিসংখ্যান

    রাতের তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি। আজ দিন ও রাতের তাপমাত্রা খুব সামান্য হলেও কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৯ থেকে ৯৪ শতাংশ। আজ থেকে ক্রমান্বয়ে জলীয় বাষ্পের পরিমান সামান্য করে কমবে আগামী অন্তত ৭ দিন। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।

     

  • Link to this news (২৪ ঘন্টা)