• পাহাড়ে বৃষ্টি হতে পারে, কলকাতায় আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস
    আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৪
  • কলকাতায় আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হতে পারে পাহাড়ে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে মূলত শুকনো। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। আবার বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে।

    উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কালীপুজোর পর সমতল থেকে অনেকেই পাহাড়ে ঘুরতে যান। তাঁরা বৃষ্টির মুখোমুখি হতে পারেন। শনিবার থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরবঙ্গেও কোথাও আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

    শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।

  • Link to this news (আনন্দবাজার)