বাংলা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার উত্তরপত্রই হারিয়ে ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়! বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অন্তত ১২০ জন পড়ুয়ার উত্তরপত্র হারিয়ে গিয়েছে। যার জেরে প্রশ্নের মুখে সেই সব পড়ুয়ার ভবিষ্যৎ। এই বিষয়টি নিয়ে আনন্দবাজার অনলাইন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত, রেজিস্ট্রার দেবাশিস দাস এবং পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিংহের সঙ্গে যোগযোগা করার চেষ্টা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি। তবে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, ‘‘এই ঘটনা ঘটেছে পরীক্ষকদের গাফিলতির কারণে। উত্তরপত্র নিয়ে এতটা গা-ছাড়া মনোভাব দেখানো উচিত হয়নি। এতে পড়ুয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে।’’
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মোট ১৯টি কলেজে বাংলা স্নাতকোত্তরের কোর্স পড়ানো হয়। গত এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল। যে ১২০ জন পড়ুয়ার উত্তরপত্র খোয়া গিয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কলেজের ছাত্র। কলকাতার দু’টি কলেজের পড়ুয়ারাও রয়েছেন সেই তালিকায়। প্রত্যেকেই প্রথম বর্ষের ছাত্র।