শীত পড়বে শীঘ্রই? সর্বনিম্ন তাপমাত্রা নামার পূর্বাভাস হাওয়া অফিসের
আজ তক | ০১ নভেম্বর ২০২৪
দ্রুত বদলাবে আবহাওয়া। কমবে সর্বনিম্ন তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। কালীপুজোর সময় থেকেই শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। নভেম্বরের শুরু মানেই তাপমাত্রার পারদ পতনের শুরু। সাধারণত কালীপুজোর পর থেকেই পারদ পতন হতে থাকে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ দিনে দ্রুত বদলাবে আবহাওয়া। কমবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্য দিকে, ১১ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ ও ৬ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ৫ তারিখ মুর্শিদাবাদেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরের ৮ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কমবে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমতে পারে। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমতে পারে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৬৯ শতাংশ।