নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির পরের দিনই শহরে বিস্ফোরণ। বল ভেবে বিস্ফোরক নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জেরে জখম কিশোর। ঘটনাটি ঘটেছে শহর কলকাতার পাটুলি এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর ওই কিশোর নবম শ্রেণীর পড়ুয়া। বিস্ফোরণের খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে পুলিস। গিয়েছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। এছাড়া রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। পাটুলি এলাকার একটি মাঠে আচমকাই বিস্ফোরণ হয়। ওই বোমাটি না কী মাঠেই পড়ে ছিল। সেটিকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে যান। জখম অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরকে। এরপর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, বিস্ফোরণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে বোমা বিস্ফোরণ হয়েছে না কী সেখানে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিস্ফোরণস্থলটি ঘিরে ফেলেছে পুলিস। বিষয়টি সম্পর্কে জানতে স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। কে বা কারা ওই মাঠে বোমা রেখে গিয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।