ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। কালীপুজোর দিন সকালে স্বামী এবং স্ত্রী'র মধ্যে হয় চরম ঝামেলা। রাগ করে স্ত্রী চলে যান বাপের বাড়ি। 'অভিমানী' স্ত্রীয়ের রাগ ভাঙিয়ে সন্তান সহ বাড়ি ফেরাতে গিয়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী এবং সন্তান বাড়ি না ফেরায়, বাড়ি ফিরে আত্মঘাতী হন স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের চালতিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বছরের তাদের বৈবাহিক জীবন। তাদের মধ্যে হরদম ঝামেলা হত। সেই নিয়ে নানান সমস্যা চলচিল দু'জনের। কালীপুজোর দিনও ঝগড়া করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যান স্ত্রী। কিন্তু রাতে বাড়ি ফিরতে চাননি তিনি। সেই 'অভিমানে' আত্মঘাতী হন বছর ৩২'র মহাদেব হাজরা।
পুলিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আত্মীয়রা দেখতে পান, ঘরের মধ্যেই ফাঁস লাগিয়ে ঝুলছেন মহাদেব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুজোর রাতে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।