• ডাকলেই পৌঁছে যাবেন, বাংলায় দ্বিতীয় বর্ষপূর্তিতে এবার 'দুয়ারে বোস'!
    ২৪ ঘন্টা | ০১ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যপাল হিসেবে বাংলায় ২ বছর পূর্ণ হচ্ছে সি ভি আনন্দ বোসের। ২ বছর পূর্তিতে এবার রাজভবনে নয়া কর্মসূচির ঘোষণা রাজ্যপাল বোসের। ২৩ নভেম্বর রাজভবনে বোসের দ্বিতীয় বর্ষপূর্তি। আর সেদিন হবে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা। এবার 'দুয়ারে বোস'! 'আপনা ভারত জাগতা বেঙ্গল' নামে কর্মসূচি। 'ফাইল টু ফিল্ড' নামে কর্মসূচি। ২৫০ জায়গায় পরিদর্শনে যাবেন সি ভি আনন্দ বোস। জনজাতি অধ্যুষিত এলাকায় যাবেন রাজ্যপাল। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে যাবেন সি ভি আনন্দ বোস। কেউ ফোন করলেই, সেই এলাকায় যাবেন আনন্দ বোস। 

    পাশাপাশি, এদিন রাজ্যপাল হিসেবে দু'বছর পূর্তির প্রাক্কালে সি ভি আনন্দ বোস দাবি করলেন, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের কোনও বিরোধ নেই। তিনি বলেন, শেষ দু'বছরে বাংলার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি অনেক কিছু শিখেছি। কিন্তু দিতে পেরেছি অল্প। আমার যতটুকু করার ছিল, তার তুলনায় অল্প করেছি। এটা আমাকে আরো অনেক কিছু করতে উদ্বুদ্ধ করেছে। এবং আমাকে অনেক শিক্ষাও দিয়েছে- প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ার। শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি ," মিসারি মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস" (কঠিন পরিস্থিতিতে এমন একটা অবস্থা তৈরি হয় যখন কেউ বা কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে না। তখন সেই পরিস্থিতি মোকাবিলা করতে নিজেকে শিখিয়ে দেয়) তুলে ধরে বলেন, রাজনীতি সম্পর্কে আমি এটাই শিখেছি।"

    তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে থাকতে পেরে আমি খুশি।" দুয়ারে সরকারের পর এবার দুয়ারে রাজ্যপাল প্রসঙ্গে বোস দাবি করেন, রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কোনও বিরোধ নেই। আরও জানান, আবাস যোজনা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর বিষয়টি আমি খতিয়ে দেখব। এখন রাজ্যপালের 'দুয়ারে বোস' কর্মসূচিকে বিজেপি স্বাগত জানালেও, কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। 

  • Link to this news (২৪ ঘন্টা)