রাজ্যের অনুকরণে ‘দুয়ারে রাজ্যপাল’, দ্বিতীয় বর্ষপূর্তিতে নয়া কর্মসূচি বোসের
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল হিসাবে রাজ্যের দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তি হতে চলেছে সি ভি আনন্দ বোসের। আর তা উপলক্ষে ‘আপনা ভারত-জাগতা বেঙ্গল’ নামে এক কর্মসূচি নিয়েছেন তিনি। একমাস ব্যাপী চলবে এই নয়া কর্মসূচি।
কালীপুজোর রাতে রাজ্যপালের তরফে X হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে নয়া কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। মোট নটি বিষয়ের কথা লেখা রয়েছে। সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।
১. ফাইল টু ফিল্ড: রাজ্যের মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। ২. দুয়ারে রাজ্যপাল: রাজ্য সরকারের অনুকরণে ‘দুয়ারে রাজ্যপাল’ কর্মসূচিও নেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসী মানুষজন বসবাসকারী এলাকা যাবেন তিনি। বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও যাবেন রাজ্যপাল। ৩. গভর্নর ইন ক্যাম্পাস: বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাসে যাবেন রাজ্যপাল। পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন। ৪. জন কি বাত: যে কেউ চাইলে সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। রাজ্যপাল তাঁরা যা বলবেন, সেকথা শুনবেন।৫. গভর্নরস গোল্ডেন গ্রুপ: যাঁরা সমাজের জন্য কিছু করতে চান, তাঁদের বিশেষ সুযোগের বন্দোবস্ত করে দেবেন রাজ্যপাল। ৬. গভর্নরস স্কলারশিপ স্কিম: দরিদ্র পড়ুয়াদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত। ৭. গভর্নরস অ্যাওয়ার্ড স্কিম: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত করা হবে।৮. গভর্নরস সিটিজেন কানেক্ট: বিভিন্ন ক্ষেত্রে মানুষদের সঙ্গে যোগাযোগ করবেন রাজ্যপাল। ৯. অভয়া প্লাস: নারীসুরক্ষায় আত্মরক্ষামূলক বিশেষ কোর্স।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের তেমন সুসম্পর্ক ছিল না। এর পর রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে প্রথম দিকে রাজ্যের সম্পর্ক বেশ ভালোই ছিল। একসময় রাজ্যপালকে বাংলা শেখানোর জন্য বিশেষ উদ্যোগও নেওয়া হয়। তবে সম্প্রতি একের পর এক ইস্যুতে রাজ্যপাল ও রাজ্য সরকার দ্বন্দ্বে জড়ায়। ক্ষমতায় আসার দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যপালের একাধিক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।