• উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১২০টি উত্তরপত্র! পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১২০টি উত্তরপত্র গায়েব! শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দক্ষিণ ২৪ পরগনা জেলার কলেজের খাতা সেগুলো। তবে উত্তরপত্রগুলো একাধিক কলেজের নাকি একটি কলেজের তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।  

    এপ্রিল মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএ পরীক্ষা হয়। প্রায় ৭ মাস পরে পরীক্ষার ফলপ্রকাশের প্রস্তুতির সময় দেখা যায় ১২০টি উত্তরপত্র পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তরপত্রগুলো মূূলত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দক্ষিণ ২৪ পরগনার। তবে কোন কলেজ বা কোন কোন কলেজ তা জানা যায়নি।

    কী করে হারাল উত্তরপত্রগুলো? স্পষ্ট জানা না গেলেও প্রাথমিক অনুমান, যে পরীক্ষকদের হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলোর দায়িত্ব হয়েছিল তাঁদের গাফিলতিতেই এই কাণ্ড! আরও মনে করা হচ্ছে, ট্রেন বা গাড়িতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপত্রগুলোর। 

    এই কাণ্ডের পর যে সকল পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়েছে তাঁদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না তা জানা যায়নি। এবিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। 
  • Link to this news (প্রতিদিন)