• দেখা করতে পারেননি অমিত শাহ, কী বলছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা?
    হিন্দুস্তান টাইমস | ০১ নভেম্বর ২০২৪
  • চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় প্রার্থনা করেছিলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। তবে সেই চিঠি পাওয়ার পর বাংলায় এলেও নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করেননি শাহ। যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পালদের। হয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের সাফাই, মোট ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। তিনি সময় পাননি। তাই আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। এই আবহে এবার শাহি সাক্ষাৎ না পেয়ে প্রথমবার মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। বললেন, 'অমিত শাহের সাক্ষাৎ পেলে ভালো লাগত।'

    এবিপি আনন্দের রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতার বাবা এই বিষয়ে বলেন, 'অমিত শাহ সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। উনি হয়তো দেখা করার সময় পাননি, ওনার দলের লোকেরা যোগাযোগ রাখছেন। অমিত শাহের সাক্ষাৎ পেলে ভালো লাগত। মনের জোর বাড়ত।' চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তারইমধ্যে শাহ কলকাতায় আসায় জল্পনা তুঙ্গে উঠেছিল যে নির্যাতিতার বাবা-মা'র সঙ্গে দেখা করতে পারেন শাহ। সরকারিভাবে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেরকম কিছু জানানো হয়নি। সেরকম কিছু জানানো হয়নি রাজ্য বিজেপির তরফেও। আর শেষপর্যন্ত নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে শাহের সাক্ষাৎ হয়নি।

    এর আগে শুভেন্দুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি বলতে পারব না, আমি বলতে পারব না। অমিত শাহ যে আরজি করের ঘটনায় ব্যথিত, তা তিনি একটা শব্দে, একটা বাক্যে বুঝিয়ে দিয়েছেন।' এদিকে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে শাহের সাক্ষাৎ না করা নিয়ে সুকান্তকে প্রশ্ন করা বলে তিনি বলেন, 'কিছু বলার নেই।' এদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন, সময়ের অভাবে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা এবং মায়ের সঙ্গে দেখা করতে পারেননি শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তাঁদের সঙ্গে দেখা করতে চাইছিলেন। কিন্তু তাঁর এতটাই ঠাসা কর্মসূচি ছিল যে সেই সময়টা হয়ে ওঠেনি। তবে পরবর্তীতে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে শাহের দেখা হতে পারে বলে দাবি করেছেন শান্তনু।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)