• আবাস নিয়ে জনরোষের মধ্যেই তালিকা থেকে বাদ পড়ল ২০ শতাংশ নাম
    হিন্দুস্তান টাইমস | ০১ নভেম্বর ২০২৪
  • আবাস যোজনার সমীক্ষায় রাজ্যজুড়ে বাদ পড়ল প্রায় ৩.৫ লক্ষ নাম। নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। যা তালিভুক্ত মোট নামের প্রায় ২০ শতাংশ। দিকে দিকে আবাস নিয়ে বিক্ষোভের মধ্যে বিপুল সংখ্যায় নাম বাদ পড়ায় একাধিক প্রশ্ন উঠেছে। যার ফলে বাদ যাওয়া নামগুলি ফের সমীক্ষা হবে বলে জানানো হয়ছে নবান্ন সূত্রে।

    আবাস যোজনার সমীক্ষা নিয়ে রাজ্যে দিকে দিকে চলছে তুমুল বিক্ষোভ। সাধারণ মানুষের অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে বা আগে আবাসের সুবিধা পেয়েছেন তারা ফের ঘর পাচ্ছেন। কিন্তু যারা কাঁচা বাড়িতে রয়েছেন তাদের নাম বাদ পড়ছে তালিকা থেকে। বিক্ষোভ সামাল গিতে মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেন মমতা। হাজির ছিলেন মুখ্যসচিব, পঞ্চায়েত মন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, আবাসের টাকা দিচ্ছে রাজ্য সরকার তাই কেন্দ্রের শর্তে সমীক্ষা করা যাবে না। রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। কেউ একটা স্কুটার কিনলে আবাসের ঘর পাবে না এটা হতে পারে না।

    তার পর নবান্ন সূত্রে জানা যায়, রাজ্যের বিভিন্ন জেলায় তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা। ১৬ লক্ষ লোকের তালিকা নিয়ে সমীক্ষা করতে নেমে ৩.৫ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ প্রায় ২০ শতাংশ নামই বাদ চলে গিয়েছে। এই সব আবেদনকারীদের ফের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের নাম বাদ পড়েছে তা জানাতে হবে জেলা প্রশাসনকে।

    যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, নবান্নের নির্দেশেই যতটা সম্ভব নাম বাদ দিয়েছেন সমীক্ষকরা। এখন বিক্ষোভের মুখে পড়ে মানবিক সাজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)