• বক্সারের জঙ্গলে রাতের অন্ধকারে ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা
    আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৪
  • কালীপুজোর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক যুবক। শুধু তা-ই নয়, খোয়ালেন বাইক এবং মোবাইলও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বক্সার জঙ্গলের ডিমা সেতুতে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই যুবক এবং দুই যুবতী ঠাকুর দেখতে গিয়েছিলেন। চার জনই আলিপুরদুয়ারের বাসিন্দা। বাইকে চেপে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ডিমা সেতুর কাছে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, প্রথমেই চার জনের মোবাইল চায় দুষ্কৃতীরা। সেগুলো হাতে পাওয়ার পরই বাইক নিয়ে চম্পট দেয় তারা। সে সময় দুই যুবকের মধ্যে এক জন প্রতিবাদ করেন। শুরু হয় বচসা। তার পরই ওই যুবকের পায়ে গুলি চালায় দুষ্কৃতীরা। চিৎকার শুনতে পেয়ে স্থানীয়েরা আহত যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার যুবকের পায়ে অস্ত্রোপচার করা হতে পারে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম অনিশ দেব। আলিপুরদুয়ারের নিউ টাউন এলাকার বাসিন্দা তিনি। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বলেন, ‘‘ছিনতাই করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা যুবক-যুবতীদের ভয় দেখায়। পরে লুট করে পালানোর সময় দুষ্কৃতীরা এক জনের পায়ে গুলি করে। আমরা ঘটনার তদন্ত করছি।’’

    হাসপাতালের বিছানায় শুয়ে আহত যুবক অনিশ বলেন, ‘‘সন্ধে সাড়ে ৭-৮টা নাগাদ রাজা ভাতখাওয়া এলাকার ডিমা সেতুতে আমরা একটু দাঁড়িয়ে ছিলাম। তখন দু’জন ব্যক্তি হাতে বন্দুক নিয়ে আমাদের কাছে এসে সব কিছু প্রথমে কেড়ে নেয়। তার পর শূন্যে গুলি চালাতে থাকে। আমরা ভয় পেয়ে যাই। পরে আমার পায়ে গুলি করে পালিয়ে যায়। তার পর স্থানীয়েরা আমাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’’

  • Link to this news (আনন্দবাজার)