বাজি ফাটাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটল বাড়িতে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে ভস্মীভূত হল পাশের দোকানও। প্রাণ গেল মোট তিন জনের। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই শিশু এবং এক মহিলা রয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী।