২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু
দৈনিক স্টেটসম্যান | ০২ নভেম্বর ২০২৪
রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ২৫ নভেম্বর। এই অধিবেশনে কয়েকটি নতুন বিল আনতে পারে রাজ্য সরকার। এই অধিবেশনে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার। পাশাপাশি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। এর আগে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছিল গত সেপ্টেম্বর মাসে। শেষ বিধানসভার বিশেষ অধিবেশন মূলত হয় আরজি করের ঘটনার আবহে। এই অধিবেশনেই রাজ্য সরকার ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ‘অপরাজিতা’ বিল পাশ করেছিল।ফলে আলোচনা হতে পারে অপরাজিতা বিল নিয়েও। কারণ সেই বিল এখনও রাষ্ট্রপতির কাছ থেকে সই হয়ে এসে পৌঁছয়নি।