• আচমকাই মৃত্যু পৌর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়ন-ঘনিষ্ঠ শমীকের, অন্যতম সাক্ষীও ছিলেন তিনি
    দৈনিক স্টেটসম্যান | ০২ নভেম্বর ২০২৪
  • আচমকাই মৃত্যু পৌর নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ অভিযুক্ত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শমীক চৌধুরীর। শমীক এই মামলার অন্যতম উল্লেখযোগ্য সাক্ষী ছিলেন। শুক্রবার সল্টলেকে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারান তিনি।

    অয়নের ব্যবসার পার্টনার ছিলেন শমীক চৌধুরী ওরফে ‘বাপ্পা’। ফলত, সিবিআই চার্জশিটে তাঁরও নাম রাখে। চার্জশিটের ২১ নং পাতায় শমীকের নামোল্লেখ ছিল। এই মামলায় ইডি এবং সিবিআই উভয়েই তাঁকে অন্যতম সাক্ষী হিসেবে রেখেছিল।

    সিবিআই তদন্তে জানিয়েছে, পৌর নিয়োগ দুর্নীতির এই মামলায় অয়ন শীলের দুই প্রধান এজেন্ট ছিল। এই দুই এজেন্টের মাধ্যমেই বেশ কিছুজনকে ঘুরপথে চাকরি পাইয়ে দেওয়া হয়। এই দুই এজেন্টের মধ্যে একজন ছিলেন শমীক। তদন্তে জানা গিয়েছে, ১০-১২জন ব্যক্তিতে শমীক বিভিন্ন পৌরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন। তিনি ‘মিডলম্যান’-এর কাজও করতেন, এমনটাই অভিযোগ ছিল।

    প্রসঙ্গত, ২০২৩ এর ২০ মার্চ ইডি গ্রেপ্তার করে অয়নকে। অয়ন প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। অয়নের গ্রেপ্তারির পর থেকে শমীককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি গা ঢাকা দেন। অয়নের যে সংস্থাগুলো ছিল, তার মধ্যে ‘এবিএস ইনফ্রাজোন’ বলে একটির ডিরেক্টর হিসেবে শমীকের নাম ছিল। ইডি দাবি জানায়, অয়নের বিরুদ্ধে নিয়োগের নামে দুর্নীতিমূলকভাবে টাকা তোলায় অয়নের অন্যতম শাগরেদ ছিলেন শমীক। শমীকের মৃত্যুতে এই মামলার শুনানিতে প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)