স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় ওই বাড়ির মজুত ছিল প্রচুর বাজি। আজ, শুক্রবার সন্ধেয় ঘরের ভিতরেই বাজি পোড়াচ্ছিল ওই তিনজন। সেখান থেকেই কোনওভাবে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, ঘর থেকে আর বেরোতে পারেনি তারা।
এদিকে বাড়ির ভিতরে আগুন জ্বলতে দেখে দমকল ও থানা খবর দেন প্রতিবেশীরা। এরপর কোনওরকমে ঘর থেকে ২ শিশু ও এক কিশোরীকে উদ্ধার করেন দমকলকর্মীরা। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। এলাকার শোকের ছায়া।
দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডে বাড়ির সামনের অংশটি ভষ্মীভূত হয়ে গিয়েছে। আপাতত দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু বাড়ির মধ্য়ে কেন বাজি পোড়ানো হচ্ছিল? বড়রা-ইবা কোথায় ছিলেন? উত্তর খুঁজছে পুলিস।
এদিকে বাজির আগুন থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মালদহে। কালিয়াচকে চৌরঙ্গি বাজারে কাপড়ের কারখানায় আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাজি থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন।