জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষার্থীদের চিরকালের প্রার্থনা পরীক্ষার পর যেন হারিয়ে যায় উত্তরপত্র! এবার কি তাহলে পুরন হল তাদের সেই প্রার্থনা? কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ। উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র। চিন্তায় পরীক্ষার্থীরা, প্রশ্নের মুখে তাদের ভবিষ্যৎ। সুত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ আরও দুটি অর্থাৎ মোট তিনটি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রেই আপলোড করা হয়নি নম্বর।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা, 'যদি কোনও শিক্ষকের গাফিলতি থাকে, তাহলে সেই সমস্ত শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি।' বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ৩টি কলেজের বাংলায় স্নাতকোত্তরের ১২০টি খাতা হারিয়ে গেছে! এই ঘটনায় শোরগোল বেঁধেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে সেই একপ্রকার চিন্তিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দে কী কী পদক্ষেপ নেবেন এখন সেটাই লক্ষণীয়।