• আগামী সপ্তাহেই ঠান্ডার আমেজ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমতে পারে তাপমাত্রা, উত্তরেও
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৪
  • ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে কালীপুজোয় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভাইফোঁটায় আর সে সব নেই। বৃষ্টি তো কমল, কিন্তু শীত কবে আসবে বঙ্গে? আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিনে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও কমতে পারে তাপমাত্রা। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ঘূর্ণিঝড় ‘ডেনা’র প্রভাবে গত সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তার পর মেঘ সরে আকাশ পরিষ্কার হলেও গরম খুব একটা কমেনি। দিনের বেলা রাস্তায় বেরলে তীব্র রোদে বেশ অস্বস্তিই হয়েছে। হাওয়া অফিস বলছে, এ বার এই অস্বস্তি কাটতে চলেছে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু’ থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে চলেছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। এই তাপমাত্রাই আগামী চার দিনে কমতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    কলকাতা-সহ দক্ষিণেপ বাকি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, ৭ নভেম্বর অর্থাৎ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদেও হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার দু’-এক জায়গায় হতে পারে বৃষ্টি। সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের সব জেলাতেই ৬ নভেম্বর, আগামী বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার— হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই চার জেলায়। বাকি চার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম থেকে বুধবার উত্তরের আট জেলাতেই চলতে পারে হালকা বৃষ্টি। তবে জেলা সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে হতে পারে বৃষ্টি। দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা।

  • Link to this news (আনন্দবাজার)