• ডুয়ার্সে ফের বুনো হাতির হানা, রাতে ফসল পাহারা দিতে গিয়ে আহত হলেন তিন জন
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৪
  • ডুয়ারে আবার বুনো হাতির আক্রমণ। জখম হয়েছেন তিন জন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের খয়েরকাটা জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল সংলগ্ন এলাকায় রাতে জমির ফসল পাহারা দিতে গিয়েছিলেন ওই তিন জন। তখনই বুনো হাতির হানায় গুরুতর জখম হন বীর বাহাদুর, উখা উড়াও, পাতিরাও উড়াও। এখন তিন জনেই সুলকা পাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

    ডুয়ার্স অঞ্চলে হাতির হানা থেকে ফসল রক্ষা করতে রোজ রাতে ক্ষেতে পাহারা দেন স্থানীয়েরা। আহত ওই তিন জন বৃহস্পতিবার রাতে খয়েরকাটা জঙ্গল সংলগ্ন এলাকায় নিজেদের ক্ষেতে ফসল পাহারা দিচ্ছিলেন। তখন একটি বুনো হাতি এসে তাঁদের তিন জনকেই আক্রমণ করে। হাতির হানায় গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁদের নাগরাকাটার সুলকা পাড়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    গত সেপ্টেম্বরে আলিপুরদুয়ারের কালচিনির দলসিংপাড়া চা বাগানের ডিগবির লাইন এলাকায় হাতির হানায় প্রাণ গিয়েছে এক বৃদ্ধার। স্থানীয়দের দাবি, বছর সত্তরের ওই মূক-বধির বৃদ্ধাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

  • Link to this news (আনন্দবাজার)