বন্দুক হাতে পুরোহিত! চলল গুলি, তুচ্ছ কারণে বড় অশান্তি কুলটিতে
হিন্দুস্তান টাইমস | ০২ নভেম্বর ২০২৪
তারে কাপড় শুকনোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। আর তা থেকেই গুলি চালানো হয় বলে অভিযোগ। আসানসোলের কুলটিতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি দেশি বন্দুক থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ।
কুলটির শীতলপুরের ইসিএলের চার নম্বর এলাকায় পাশাপাশি ঘর।
এই দুটি ঘরের মধ্য়ে একটা হল কালীচরণ রামের আর অপরটি হল সঞ্জীব শর্মার। কাপড় শুকনোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এরপর একে অপরের উপর লাঠি নিয়ে চড়াও হয় তারা। এদিকে এরপরই সঞ্জীব একেবারে দেশি বন্দুক নিয়ে হাজির হন। এমনকী দু রাউন্ড গুলি চালান বলে খবর। তবে পেশায় পুরোহিত ওই ব্যক্তির কাছে বন্দুক কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে গুলি কারোর শরীরে লাগেনি। পুলিশ সঞ্জীব ও তার ছেলেকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে ওই ব্য়ক্তির হাতে বন্দুক ধরা রয়েছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যেই জানার চেষ্টা করছে পুরোহিতের কাছে বন্দুক এল কোথা থেকে?
স্থানীয় এক যুবক আয়ুষ বলেন, কাপড় শুকনোকে কেন্দ্র করে ঝামেলা।সঞ্জীব আমার উপর গুলি চালানোর চেষ্টা করেছিল। অপর এক মহিলা বলেন, ওই সঞ্জীব গুলি চালানোর চেষ্টা করেছিল। আমাদের খুব ভালো লাগছে। পুলিশ পুরোহিতকে নিয়ে গিয়েছে। আমরা এর বেশি কিছু জানি না।