'সাংবাদিক নিগ্রহ'-এর দিন বাড়িতে ছিলেন না, তবুও স্বামীকে ক্লিনচিট তন্ময়-ঘরণীর
হিন্দুস্তান টাইমস | ০২ নভেম্বর ২০২৪
প্রবীণ রাজনীতিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে নিগ্রহের যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলেই মনে করেন তন্ময়ের স্ত্রী লিলি ভট্টাচার্য।
'এই সময় অনলাইন'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তন্ময়ের স্ত্রী তাদের বলেন, 'আমার মনে হয় এই অভিযোগটা যাচাই করার প্রয়োজন ছিল। আমি ৪০ বছর ধরে ওঁর সঙ্গে ঘর করছি। আগে কোনওদিন এই ধরনের অভিযোগ শুনিনি। ওঁকে যদি নাই চিনলাম, তাহলে কীভাবে ঘর করলাম এত দিন?'
সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। তবে, তাঁর বড় জা ছিলেন। কিন্তু, ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও নিজের প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্বল করেই স্বামীকে ক্লিনচিট দিয়েছেন তন্ময়-জায়া।
উল্লেখ্য, সম্প্রতি এক তরুণী সাংবাদিকের একটি ফেসবুক লাইভ ঘিরে রাজ্য রাজনীতির পাশাপাশি সাংবাদিক মহলেও তোলপাড় শুরু হয়ে যায়।
ফেসবুক লাইভে ওই তরুণী দাবি করেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। সাংবাদিক দাবি করেন, সাক্ষাৎকার দেওয়ার আগে তন্ময় তাঁর কোলে বসে পড়েন!
এই খবর চাউর হতেই কোমর বেঁধে মাঠে নামে তৃণমূল কংগ্রেস। কেন তন্ময়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে না সিপিএমে, কেন তাঁকে পুলিশ গ্রেফতার করছে না, তৃণমূলের একাধিক সদস্য এইসব প্রশ্ন তুলতে শুরু করেন।
অন্যদিকে, সিপিএমের অন্দরেও তন্ময়কে নিয়ে চাপ বাড়তে থাকে। শেষমেশ, ঘরে-বাইরে সাঁড়াশি চাপের মুখে তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম। তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়।
এদিকে, ওই তরুণী সাংবাদিক তন্ময়ের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ তন্ময়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি, অভিযোগকারিণীরও বয়ান রেকর্ড করা হয়।
এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে মুখ খুলে স্বামীর পাশেই দাঁড়ালেন তন্ময়ের স্ত্রী লিলি ভট্টাচার্য।
প্রসঙ্গত, এর আগে প্রাথমিকভাবে পুলিশি জিজ্ঞাসাবাদ সামলানোর পর নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন তন্ময়। তাতে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
এক্ষেত্রে তন্ময় ভট্টাচার্য আজব এক যুক্তিও খাড়া করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর ওজন প্রায় ৮৩ কেজি। তাই তিনি যদি ৪০ কেজি ওজনের ওই তরুণী সাংবাদিকের কোলে বসে পড়তেন, তাহলে ওই তরুণী কি সুস্থ থাকতেন?
প্রসঙ্গত, শেষবার বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছিলেন তন্ময়। সেই ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পরাজিত হন তিনি।