• মেহেদিবাগানের কালীপুজোয় ‘ভূতের’ কেরামতি দেখতে উপচে পড়ল ভিড়
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের মেহেদিবাগান সর্বজনীন বারোয়ারি শ্যামা পুজো কমিটির মণ্ডপে দর্শনাথীদের ভিড় উপচে পড়ছে। ‘ভূতের’ কেরামতি দর্শকদের মন জয় করে নিয়েছে। শহরের বাইরে থেকেও বহু দর্শক মণ্ডপে আসছেন। পুজো উদ্যোক্তা ইফতেকার আহমেদ বলেন, একটি ভূতুরে বাড়ির আদলে মণ্ডপ করা হয়েছে। গা ছমছমে পরিবেশ রয়েছে। মণ্ডপ দেখার সময় দর্শনার্থীদের সামনে আচমকাই ‘ভূত’ চলে আসছে। বিভিন্ন জায়গায় ভূতেরা ওঁত পেতে রয়েছে। ছোটরা কেউ ভয়, আবার কেউ মজা পাচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জাস্য রেখে আলোকসজ্জার বন্দোবস্ত করা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা অন্যরকম অনুভূতি নিয়ে বাড়ি ফিরছেন। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কালীপুজোর রাতে মণ্ডপের সামনে লম্বা লাইন পড়ে গিয়েছিল। ভিড় সামালাতে স্বেচ্ছাসেবকদের নাজেহাল হতে হয়।

    বর্ধমান শহরে আরও কয়েকটি থিমের পুজো হয়েছে। থিম এবং আলোর রোশনাইয়ে সেই পুজো মণ্ডপগুলিও নজর কেড়েছে। নীলপুর, পার্কাসরোড সহ বিভিন্ন জায়গায় মণ্ডপ তৈরি হয়েছে। শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকাগুলিতেও ধুমধাম করে পুজোর অয়োজন করা হয়। খণ্ডঘোষ, জামালপুর, রায়না, ভাতার সহ সব জায়গা঩তেই থিমের পুজো নজরকাড়েছে। আরও তিন দিন পুজোর রেশ থাকবে। 

    পুলিস জানিয়েছে, প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকলেও কোথাও অপ্রতীতিকর ঘটনা ঘটেনি। শহরজুড়েই পুলিস টহল দিয়েছিল। পুলিসের মহিলা বাহিনী শহরের গলিতে ঢুকে টহল দেয়। 

    অন্যান্য জায়গার মতো মেহেদিবাগানেও গভীর রাত পর্যন্ত দর্শনাথীরা ভিড় করেছিলেন। শুক্রবার দুপুরের পর থেকেই বিভিন্ন জেলার বাসিন্দারা মণ্ডপের সামনে ভিড় জমাতে শুরু করেন। এদিনও গভীর রাতে মণ্ডপে তিল ধারণের জায়গা ছিল না। উদ্যোক্তারা বলেন, প্রতিবারই নতুন নতুন থিম দর্শকদের মন জয় করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী কয়েক দিনেও মণ্ডপে একইরকম ভিড় হবে। পুজো উদ্যোক্তারা বলেন, ৪ নভেম্বর পর্যন্ত মণ্ডপ দর্শন করা যাবে। 

     বর্ধমানের মেহেদিবাগান সর্বজনীন বারোয়ারি শ্যামা পুজো কমিটির মণ্ডপ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)