• বর্ধমানের ভক্তদের উপচে পড়া ভিড়
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার সকাল থেকেই বর্ধমানের কালীমন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। বীরহাটার বড়মা কালীমন্দির, কঙ্কালেশ্বরী, দুলর্ভা, বোরহাটের কালীমন্দিরেও পুজো দিতে জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এদিন সকাল থেকেই হাজির হয়েছিলেন। ভাতারের বড়বেলুনে বড়মায়ের মন্দিরের সামনে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। গ্রামবাসীদের দাবি, এখানকার পুজো ৭০০ বছরের প্রাচীন। মেমারির আমাদপুরেও একই ছবি দেখা যায়। কালীপুজো উপলক্ষ্যে বর্ধমানের মির্জাপুরও জমজমাট হয়ে ওঠে। এছাড়া বেশ কয়েকটি ক্লাবের উদ্যোগে পুজোও হয়েছে। আউশগ্রামের তকিপুরের পুজোও প্রায় ৫০০ বছরের পুরনো। এই পুজো ঘিরে নানা ইতিহাস ছড়িয়ে রয়েছে। জাগ্রত এই মন্দিরে পুজো দিতে দূর-দূরান্তের বহু পুণ্যার্থী ভিড় করেন। জেলার প্রতিটি থানাতেও ধুমধাম করে পুজো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)