• তারাপীঠে ভাড়াবাড়ি থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠে ভাড়াবাড়ি থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। অভিষেক চক্রবর্তী(৩১) নামে ওই যুবক পেশায় তারাপীঠ মন্দিরের ছড়িদার ছিলেন। বৃহস্পতিবার রাতে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নদীয়া জেলায় অভিষেকবাবুর বাড়ি হলেও বেশ কিছুদিন ধরে তিনি ৭৫বছর বয়সী দিদিমার সঙ্গে তারাপীঠে ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী সন্তান প্রসব করায় বাপের বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার রাতে নাতির ঘর থেকে দুর্গন্ধ পেয়ে বৃদ্ধা পড়শিদের জানান। খবর পেয়ে পুলিস এসে ওই ঘরের দরজা ভেঙে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, অভিষেকবাবুর বৃদ্ধা দিদিমা ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। কোনওরকমে রান্না করে খাওয়াদাওয়া করেন। ক’দিন ধরে নাতির দেখা না পেয়ে তিনি ভেবেছিলেন, হয়তো বাইরে কোথাও গিয়েছে। ফোন করলেও রিং হয়ে গিয়েছে। পরে পুলিস মৃতের ফোন উদ্ধার করে দেখে, সেটি সাইলেন্ট মোডে ছিল। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ওই যুবক বাজারে ধারদেনা করেছিলেন। পাওনাদাররা টাকা শোধের জন্য চাপ দিচ্ছিল। সেই দুঃশ্চিন্তা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন।
  • Link to this news (বর্তমান)