• মোবাইল সাফাই করতে গিয়ে খড়গ্রামে ধরা পড়ল যুবক, নেশামুক্তি কেন্দ্রে পাঠাল পুলিস
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: কালীপুজোয় পুলিসের কড়া নিরাপত্তার মাঝেও হাত সাফাই করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস তাকে গ্রেপ্তার না করে চিকিৎসার ব্যবস্থা করে। সে মাদকে আসক্ত। তার কাছ থেকে মোবাইল দু’টি উদ্ধার করে পুলিস প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে খড়গ্রাম থানার এড়োয়ালি গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

    এড়োয়ালি গ্রামের ১৩টি প্রাচীন জমিদারি পুজো ঘিরে বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সন্ধ্যার পর গ্রামে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাতে শুরু করেন। গোটা গ্রাম কার্যত আলোর রোশনাইয়ে ঢাকা পড়ে গিয়েছিল। পাশের গ্রাম থেকে দর্শনার্থীরা বাইক ও ছোট গাড়ি নিয়ে পুজো দেখতে আসেন। গ্রামে মেলাও বসেছে। সেখানেও ব্যাপক ভিড় হয়। সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি হাত সাফাইয়ের দল। পুলিস ও উদ্যোক্তারা সতর্কতার সঙ্গে প্রতিমা দর্শনের কথা প্রচার করলেও অনেকে বিভিন্ন সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করছিলেন। সেই সময়ই এক যুবক মোবাইল সহ ধরা পড়ে। পুলিস তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আরও দু’টি মোবাইল। সুইচ অন করে পুলিস প্রকৃত মালিকদের হাতে চুরি যাওয়া মোবাইল দু’টি তুলে দেয়।

    পুলিসি জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায় হেরোইনের নেশার টাকা জোগাড়ের জন্যই সে হাত সাফাই করছিল। সে পুলিসের কাছে বারবার আর্জি জানায়, নেশামুক্ত করে ভালো করে দেওয়ার জন্য। দর্শনার্থীরাও তার সাথেই সুর মিলিয়ে পুলিসের কাছে ওই দাবি জানান। পুলিস যুবককে গ্রেপ্তার না করে বহরমপুরের নেশামুক্তি কেন্দ্রে পাঠায়। 
  • Link to this news (বর্তমান)