রামপুরহাটে বিসর্জন শোভাযাত্রায় ডিজে বাজানো হলে বাজেয়াপ্ত করবে পুলিস
বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, রামপুরহাট: চলতি বছরে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় সব নিয়ম অগ্রাহ্য করে কোথাও কোথাও ডিজে বাজানো হয়েছিল। তবে আজ, শুক্রবার থেকে শুরু হওয়া কালী প্রতিমা বিসর্জন পর্বে যাতে ডিজে বাজানো না হয়, তার জন্য রামপুরহাট মহকুমার সমস্ত থানাকে নির্দেশ দিলেন এসডিপিও গোবিন্দ সিকদার। পুলিস সূত্রের খবর, বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো হলেই তা বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে কালী প্রতিমার বিসর্জন পর্ব। চলবে আগামী রবিবার পর্যন্ত। এই তিনদিন বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
রামপুরহাট মহকুমাজুড়ে সর্বজনীনের পাশাপাশি রয়েছে বিভিন্ন বাড়ির পুজো। অধিকাংশই শোভাযাত্রা সহকারে নির্দিষ্ট ঘাটে এসে প্রতিমা বিসর্জন করে। তাই নদনদী, বিভিন্ন পুকুরের ঘাটেও আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থাও রেখেছে পুলিস। বিসর্জনকে কেন্দ্র করে প্রতিটি এলাকায় বিশেষ পুলিস পিকেট থাকবে। এছাড়া রাস্তার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালাবে পুলিস। শোভাযাত্রায় মেয়েদের নিরাপত্তায় থাকবে পুলিসের মহিলা বাহিনী। সেই সঙ্গে শব্দবাজি ব্যবহার করলেই ব্যবস্থা নেবে পুলিস।
তবে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে ডিজের উপর। অনেকে আগেই পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে পুলিস কর্তারা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ডিজে বাজানো নিষিদ্ধ। শুধু তাই নয়, ব্যবসায়ীদেরও ডিজে ভাড়া না দেওয়ার জন্য বলা হয়েছিল। তারপরও কোথাও কোথাও ডিজে ভাড়া বা ব্যবহার করা হচ্ছিল। তাই এই পর্বে নলহাটি থানা সাতটি ও পাইকর থানা পাঁচটি ডিজে সেট বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।
রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিক গোবিন্দ সিকদার বলেন, সর্বত্র পুলিস সক্রিয় ছিল বলে কালীপুজোর রাতে মহকুমার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একেবারে ‘জিরো ইনসিডেন্ট’। এমনকী শব্দবাজির দাপটও দেখা যায়নি। এবার বিসর্জনেও ‘নো ডিজে’ ঘোষণা করা হয়েছে। সেইমতো সমস্ত থানাকে সক্রিয় থাকতে বলা হয়েছে। তারপরও কেউ ডিজে বাজালে বা ভাড়া দিলে মেশিন বাজেয়াপ্ত করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।