• তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত সীমান্তের বাসিন্দারা
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: বাড়ি থেকে ২০০মিটার দূরে বাংলাদেশ। শুক্রবার খবর আসে, সিতাই উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় প্রচারে আসবেন। সেজন্য নাতিকে কোলে নিয়ে প্রার্থীকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রোশনা বিবি। হেঁটে প্রচারের সময় রোশনা বিবির দেখা পান তৃণমূল প্রার্থী। প্রণাম করে ভোটভিক্ষা করেন তিনি। প্রার্থীকে সামনে পেয়ে আপ্লুত সীমান্তের বাসিন্দারা। তাঁদের আক্ষেপ, সীমান্তের কাছে প্রচারে কেউ আসে না। তাদের বিপদে-আপদে ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। দিদির প্রার্থী আমাদেরই লোক, এই কথাই সঙ্গীতাকে জানান রোশনা বিবি। সিতাই বিধানসভার সীমান্তবর্তী এলাকা গীতালদহের মড়াকুটিতে প্রচারে এভাবেই ভালোবাসা পেলেন তৃণমূল প্রার্থী। 

    এদিন গিতালদহজুড়ে একাধিক খুলি বৈঠক করেন তৃণমূল প্রার্থী। তাঁর সমর্থনে হাজির ছিলেন কোচবিহার পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এবারের নির্বাচনজুড়ে রবি ঘোষ প্রতিদিনই সিতাই বিধানসভা এলাকায় প্রচারে আসছেন। জেলা সভাপতি থাকাকালীন এই এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি করেছেন তিনি। পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে মানুষদের তৃণমূলের পক্ষে ভোট দিতে আহ্বান করছেন রবি। 

    মরাকুঠির বাসিন্দা রোশনা বিবি বলেন, বাংলাদেশ সীমান্তে আমাদের বাড়ি। বিপদে-আপদে মুখ্যমন্ত্রী আমাদের ভরসা। অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের এখানে দেখা মেলা ভার। দিদির দেওয়া লক্ষীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছে মহিলারা। তৃণমূল প্রার্থী প্রচারে আসছেন শুনে দৌঁড়ে এসেছি। তিনি তো আমাদেরই লোক। একজন মহিলা। যখন ভোট চেয়েছেন, মন খুলে আশীর্বাদ করেছি। 

    তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, সাধারণ মানুষের আশীর্বাদ চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে প্রার্থী করেছেন। পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জেলা সভাপতি হিসেবে গিতালদহের একাধিকবার এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে প্রচার সারছি আমরা। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)