• অনলাইনে ভুয়ো ব্যবসার ফাঁদে পড়ে সাড়ে ন’লক্ষ গায়েব
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অললাইনে ভুয়ো ব্যবসার ফাঁদে পড়ে এক ব্যক্তির খোয়া গেল ৯ লক্ষ ৫৫ হাজার টাকা। এনিয়ে হরিরামপুরের ওই ব্যবসায়ী দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ীর অভিযোগ, ফেসবুকে একটি লিঙ্কের মাধ্যমে ব্যবসা শুরু করেন। এরপর ধাপে ধাপে ব্যবসার জন্য ৯ লক্ষ ৫৫ হাজার টাকা জমা করেন। চলতি মাসেই ওই টাকা প্রদান করেছেন। এরপর ফেসবুকের লিঙ্কটি বন্ধ হয়ে যায়। তারা সব নম্বর ব্লক করে দিয়েছে। কোনওভাবেই এখন আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।  প্রতারণার ফাঁদে পড়েই ওই টাকা খোয়া গিয়েছে বলে বুঝতে পেরে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। সাইবার ক্রাইম থানার তরফে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)