• কালীপুজোর রাতে মালদহে অনেকটাই নিয়ন্ত্রণে শব্দবাজি
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মালদহ: কালীপুজোর রাতে শব্দ দানবের দাপাদাপি নিয়ে আশঙ্কা ছিলই। কিন্তু স্বস্তি দিয়ে মারাত্মক সক্রিয়তা দেখা যায়নি শব্দাসুরের। কিছু ক্ষেত্রে বিকট আওয়াজের শব্দবাজি ফাটলেও সার্বিকভাবে মালদহে শব্দদানবের তাণ্ডব দেখা যায়নি। ফলে স্বস্তি পেয়েছেন অনেকেই। ক্রমশ শব্দদানবের তাণ্ডব আরও কমবে বলে আশাবাদী সাধারণ মানুষ। তবে বিষয়টি নিয়ে আরও সচেতনতা ও পুলিসের সক্রিয়তা দরকার বলেও অভিমত পোষণ করেছেন অনেকেই। 

    বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মালদহের বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে যায় কালীপুজো। পাশাপাশি অনেকেই রাস্তায় নেমে পড়েন আতসবাজি নিয়ে। মালদহ শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন বয়সের মানুষ পরিবারের সদস্যদের নিয়ে আতসবাজি পোড়াতে নেমে পড়েছেন রাস্তায়। আবার পাড়ার সকলকে নিয়ে আতসবাজি ব্যবহার করতে দেখা গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। 

    স্বল্প আওয়াজের বাজি পুড়েছে কোথাও কোথাও। আবার কোথাও বিচ্ছিন্ন ভাবে বিকট আওয়াজের চকোলেট বোমারও আওয়াজ মিলেছে। তবে মোটের ওপর আমজনতার মতে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল শব্দবাজি।

    মালদহ শহরের মকদুমপুর এলাকার বাসিন্দা আইনজীবী কৌশিক পাল বলেন, এবার দেখছি, শব্দবাজির দৌরাত্ম্য মাত্রা ছাড়ায়নি। এই অসভ্যতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিছু ক্ষেত্রে শব্দবাজি অনেক উঁচুতে গিয়ে ফেটেছে বলে শব্দের অভিঘাত অসহনীয় হয়ে ওঠেনি। 

    একই কথা বলেন ব্যবসায়ী বিকাশ সাহাও। তিনি বলেন, অন্তত ৮০ শতাংশ কম ফেটেছে শব্দবাজি। সব তরফের নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ও পুলিস মহলের সক্রিয়তা আরও বেশি হলে এই ২০ শতাংশ ক্ষেত্রেও শব্দবাজি নিয়ন্ত্রণ সম্ভব।

    অন্যান্য বছর কালীপুজোর সন্ধ্যা থেকেই শব্দবাজির দাপটে ভয়ে রাস্তা থেকে উধাও হয়ে যায় পথ কুকুরের দল। কার্যত গর্তে ঢুকে যায় তারা। কিন্তু এবছর শব্দবাজির দাপট তুলনামূলক অনেকটা কম থাকায় রাস্তাঘাটে অবলীলায় হেঁটে বেড়াতে দেখা গিয়েছে কুকুরদেরও।
  • Link to this news (বর্তমান)