• মরা মহানন্দার উপর বরতরে পাকা সেতু নির্মাণের দাবি
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, চাঁচল: কাঠের কালভার্ট ভেঙে যাওয়ায় মালদহের চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা থেকে বগচড়ার রাস্তায় চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এক দশক পেরিয়ে গেলেও কোনও কাজ করা হয়নি বরতর এলাকায়। ফলে বগচড়া, শীতলপুর, বসতপুর ও ভগবতীপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রাস্তার মাঝ বরাবর মরা মহানন্দার উপর বরতরে পাকা সেতু নির্মাণের দাবি উঠেছে।

    চাঁচল-আশাপুর রাজ্য সড়ক সংযোগকারী ওই রাস্তাটি বহু পুরনো। এককালে এলাকারবাসীর নিয়মিত যাতায়াত ছিল। সেখানে কয়েকবার পঞ্চায়েত কর্তৃপক্ষ শালকাঠের কালভার্ট তৈরি করে দিয়েছিল। কয়েকবছর চলাচলের পর সেটি মরা মহানন্দার জলের তোড়ে ভেসে যায়। ফলে একদশক ধরে চলাচল বন্ধ হয়ে রয়েছে। 

    স্থানীয়দের বক্তব্য, একসময় মাঠ থেকে ফসল ঘরে আনা, রাজ্য সড়কে এসে বাস ধরা, বিভিন্ন কাজে ওই রাস্তাটিই ছিল সহজ পথ। কিন্তু কালভার্ট না থাকায় সেই রাস্তায় আর কেউ যায় না। অনেকটা ঘুরপথে গন্তব্যে যান এলাকার মানুষ। ভগবতীপুরের বাসিন্দা লালু মহম্মদের কথায়, কালভার্ট ভেঙে থাকার পর থেকে এই রাস্তায় মানুষের চলাচল আর তেমন নেই। সেখানে পাকা সেতু বা কালভার্টের দাবি করেছেন আর এক বাসিন্দা মোজাম্মেল হক। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের দাবি, পঞ্চায়েতের তরফে এতবড়ো কাজ করা অসম্ভব। সেখানে কালভার্ট নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
  • Link to this news (বর্তমান)