• কড়িয়ালি জঙ্গলকে মিনি জু হিসেবে গড়া তোলার দাবি
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে ভালুকারোড রেঞ্জের কড়িয়ালি বনকে ডিয়ার পার্ক, পাখিরালয় ও ক্রমে মিনি জু হিসেবে গড়ে তোলার দাবি জোরালো হচ্ছে। সুন্দর ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অনুকূল প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই জঙ্গলের। স্থানীয়দের মত, এই বনকে উপযুক্ত পরিকাঠামো দিলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জঙ্গলকে সরকারিভাবে পরিকল্পনা করে ঢেলে সাজালে একটি ভালো ডিয়ার পার্ক থেকে ক্রমে উন্নতমানের মিনি জু করা যেতে পারে। এর ফলে এলাকার অর্থনৈতিক মানোন্নয়ন ঘটবে। কিন্তু শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে এই জঙ্গলটি তার প্রাকৃতিক সৌন্দর্য্য ও জৌলুস হারাচ্ছে দিন দিন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, কড়িয়ালি বনের রক্ষণাবেক্ষণ করা জরুরি।  মিনি জু হিসেবে গড়ে তোলার বিষয়ে বন বিভাগ ও  রাজ্যের বনমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। স্থানীয় বাসিন্দাদের দাবি, জেলায় আদিনার পরই বিশাল আয়তন নিয়ে রয়েছে কড়িয়ালি জঙ্গল। এই জঙ্গল এলাকাটি সীমানা প্রাচীর দিয়ে ঘিরে হরিণ, নীলগাই, শিয়াল ইত্যাদি বন্যপ্রাণী রাখা যেতে পারে। সেই সঙ্গে জঙ্গলের মধ্যে জলাশয় তৈরি করে পাখিরালয় গড়ে তোলারও এটি একটি উপযুক্ত স্থান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোলাম মোর্তজা বলেন, বিশাল আয়তনের  এই জঙ্গলটিকে সীমানা প্রাচীর দিয়ে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি করছি। মিনি জু হিসেবে গড়ে তোলারও অনুকূল পরিবেশ রয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে ভালুকা বাজারগামী রাজ্য সড়কের গা ঘেঁষে এই জঙ্গল। সড়কপথে জেলা শহর থেকে রতুয়া হয়ে আসা যায়। প্রতিবেশী রাজ্য বিহার সীমানা এলাকাও কাছাকাছি। জঙ্গল থেকে প্রায় এক কিমি দূরে ভালুকা রোড রেলস্টেশন। ফলে রেল ও সড়ক-উভয়পথেই যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। ভালুকারোড ফরেস্টের রেঞ্জ অফিসার দিলীপ দাস জানান, কড়িয়ালি বনের পরিধি প্রায় ১৩২.৪০৪ হেক্টর এলাকা। যোগাযোগ ব্যবস্থাও উন্নত। 
  • Link to this news (বর্তমান)