গ্রামের দূষিত জল গঙ্গায় ফেলা রুখতে সমীক্ষার নির্দেশ কেন্দ্রের
বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গা দূষণ রোধে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে। সাধারণ মানুষের মধ্যে প্রচার থেকে শুরু করে তাঁদের এই বিষয়ে সচেতন করার কর্মসূচিও নিয়েছে তারা। গঙ্গা দূষণ রুখতে এবার আরও একটি উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। গঙ্গা তীরবর্তী গ্রামগুলি থেকে পাইপ ও নর্দমার মাধ্যমে নদীতে নোংরা জল ফেলা বন্ধ করতে তৎপর তারা। কোন কোন স্থানে এমনটা হচ্ছে, তার জন্য সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে রাজ্য পঞ্চায়েত দপ্তরে। রাজ্য তা পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিতে।
দেশের ৫৭টি জেলা গঙ্গার তীরবর্তী। সেগুলির মধ্যে ১০টি বাংলায়—দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও নদীয়া। এই সমস্ত জেলার বহু গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ওই গ্রামগুলি থেকে নর্দমা বা পাইপের মাধ্যমে নোংরা জল গঙ্গায় ফেলা এখনই বন্ধ করতে হবে অথবা ওই জল গঙ্গায় ফেলার আগে শোধন করার ব্যবস্থা নিতে হবে। এই কাজে গতি আনতে একটি কমিটি গড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কমিটির মাথায় থাকবেন স্থানীয় বিডিও। এই সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট পর্যালোচনা করবে জেলা গঙ্গা কমিটি। চলতি মাসেই এই প্রক্রিয়া শেষ করতে বলেছে কেন্দ্র।