• উচ্চশিক্ষার জন্য বৃত্তি ব্যাঙ্ক কর্মীদের তরফে
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার জন্য তাঁদের পাশে দাঁড়াচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কলারশিপ দেওয়া হবে, যেখানে স্নাতকোত্তর বিভাগে কোর্স চলাকালীন প্রতিমাসে এক হাজার টাকা করে স্কলারশিপ বা বৃত্তি পাবেন পড়ুয়ারা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করা করতে পারবেন ছাত্রছাত্রীরা। ৩ বি, লালবাজার স্ট্রিট থেকে এই বিষয়ে বিশদে জানা যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক রাজেন নাগের বলেন, ২০১৩ সাল থেকে আমরা এই স্কলারশিপ চালু করেছি, যেখানে স্নাতকোত্তরের ডাক্তারি পড়ুয়াও ওই বৃত্তি পেয়েছেন। প্রসঙ্গত, স্নাতক স্তরেও স্কলারশিপ দিয়ে থাকেন ব্যাঙ্ক কর্মীরা।
  • Link to this news (বর্তমান)