নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কমিউনিটি টয়লেট তৈরির উপর বাড়তি গুরুত্ব দিল পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ হাট, বাজার, রাস্তা প্রভৃতি যে সব জায়গায় সাধারণ মানুষের যাতায়াত বেশি অথচ সেখানে শৌচালয় করার প্রয়োজন রয়েছে, সেরকম স্থানেই এই কমিউনিটি টয়লেট তৈরি করবে দপ্তর। এই বছর তারা দু’হাজার এমন শৌচালয় তৈরির টার্গেট নিলেও হয়েছে মাত্র ৩০০টির মতো। জেলাগুলিকে এই নিয়ে আরও তৎপরতা দেখানোর নির্দেশ দিয়েছে দপ্তর।
জানা গিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় তৈরির কাজ চলছেই। কিন্তু নির্মল বাংলার উদ্দেশ্য সফল করতে অন্যান্য জনবহুল জায়গায় এই শৌচালয় করা দরকার। কারণ এখনও গ্রামীণ বহু এলাকায় বাজার বা গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। ফলে যত্রতত্র মল ত্যাগ করেন তাঁরা। এতে দূষিত হয় পরিবেশ। তাই জেলাগুলিকে এই কমিউনিটি টয়লেট তৈরি করার জন্য জায়গা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক পঞ্চায়েত এলাকায় এই শৌচালয় করতে জমি পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। দপ্তর থেকে এই বিষয়ে আরও নজর দিতে বলা হয়েছে।