• উলুবেড়িয়ায় পাঁচ লক্ষ টাকার চোলাই উদ্ধার, গ্রেপ্তার ১
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: কালীপুজোর রাতে টোটোয় রোগী নিয়ে যাওয়ার অছিলায় চোলাই মদ পাচার হচ্ছিল। খবর পেয়ে তা বানচাল করে দিল আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া চোলাই মদের বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। ঘটনায় এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করার পাশাপাশি টোটোটি বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। 

    কালীপুজোর রাতে একটি টোটোয় রোগী নিয়ে যাওয়ার অছিলায় চোলাই মদ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়ার আবগারি ইন্সপেক্টর সুমিলন ভট্টাচার্যের নেতৃত্বে আবগারি কর্মীরা উলুবেড়িয়া গোরুহাটা মোড়ে টোটোটিকে আটক করে। পরে টোটো থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে চোলাই মদ। মদ পাচারের অভিযোগে হীরাপুরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাসিন্দা সাগর মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে আবগারি দপ্তর। প্রসঙ্গত, দিন কয়েক আগে হাওড়া গ্রামীণ জেলার আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট দিনা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আবগারি দপ্তরের আধিকারিকরা উলুবেড়িয়া, শ্যামপুর ও জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার করেছিল এবং দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছিল। 
  • Link to this news (বর্তমান)