নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধারের কথা প্রায়ই শোনা যায়। এবার কলকাতার বুকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ একটি ম্যাটাডর আটক করল কলকাতা পুলিস। তবে পুলিস দেখেই ম্যাটাডর ফেলে পালিয়ে যান চালক। এই ঘটনায় স্থানীয় শ্যামপুকুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু চলছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ন’টা নাগাদ শ্যামবাজারে উপস্থিত ট্রাফিক গার্ডের সার্জেন্টের সন্দেহ হওয়ায় ম্যাটাডরটিকে দাঁড়াতে বলেন। তবে বিপদ বুঝে অভিযুক্ত চালক ম্যাটাডর ফেলে পালিয়ে যান। এরপর পুলিস ওই ম্যাটাডরটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় দেখা যায়, ম্যাটাডরটি মোট ১৫ কার্টুন নিষিদ্ধ কাফ সিরাফ রয়েছে। তদন্তে নেমেছে শ্যামপুকুর থানার পুলিস। আটক ম্যাটাডরের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে তাঁর মালিককে চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। কারণ, এই ফুটেজের সাহায্যে পলাতক চালককে চিহ্নিত করা হবে।